স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে ময়মনসিংহের গফরগাঁও -পাগলা থানার নিগুয়ারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা:রানার নির্দেশনায় শুক্রবার(১সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি প্রদান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন পল্টনের মোড়ে শেষ হয়,পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মরহুম নুরুল হক খান সাহেবের ছেলে বিএনপি নেতা রিপন মাস্টারের নেতৃত্বে এবং তাঁর সভাপতিত্বে হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ।এসময়ে আরো উপস্থিত ছিলেন,নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকির আলম,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী বাহার,কারা নির্যাতিত বিএনপি নেতা নজরুল ইসলাম ও মোখশেদ আকন্দ,যুবদল নেতা আলাউদ্দিন,যুবদল নেতা রাজ্জাক,ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম,বিএনপি নেতা জয়নাল মীর,বিএনপি নেতা শাহাবুদ্দিন,নিগুয়ারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন,ছাত্র দল নেতা নাঈমসহ পাগলা থানা জাতীয়তাবাদী বিএনপি ও নিগুয়ারী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণহত্যায় জড়িত,স্বৈরাচার,ফ্যাসিষ্ট খুনী হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।