নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফকির মার্কেট এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী।
গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, ভাওয়াল টাইগার্স ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকির, ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ডের সকল স্তরের নেতা-কর্মীরা।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।