গাজীপুর প্রতিনিধ :
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বন বিভাগের জমিতে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে এলাকাবাসী মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে। রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। বন বিভাগের লোকজন বনের জমি থেকে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ করতে গেলে এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ দখল উচ্ছেদে বাধা দিতে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাসরত অনেক পরিবার এখানে তাদের বসতবাড়ি গড়ে তুলেছে। উচ্ছেদ কার্যক্রম চালালে তারা চরম দুর্ভোগে পড়বে।
বিক্ষোভ মিছিলে ভূমিহীন সমিতির সভাপতি ইউনুস আলী বলেন, “আমাদের ঘরবাড়ি ভাঙতে হলে আমাদের লাশের উপর দিয়ে ভাঙতে হবে। সরকার আমাদের ঘরবাড়ি ভাঙার কোনো আদেশ দেয়নি। বন বিভাগের লোকজন জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। আমাদের ঘরবাড়ি আমাদেরই রক্ষা করতে হবে।”
তথ্যসূত্রে জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ঢাকা বন বিভাগের গাজীপুর জেলার ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে ভবানীপুর বিট, মনিপুর বিট, ও বাড়ইপাড়া বিটে বন বিভাগের গেজেটভুক্ত জমি ও ২নং খাস খতিয়ানের জমিতে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। বন বিভাগের লোকজন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের আক্রমণের মুখে পড়েন, এতে বন বিভাগের একাধিক কর্মকর্তা আহত হন।
অন্যদিকে, বন বিভাগের কর্মীদের প্রতিরোধ করতে এলাকায় ভূমিহীন সমিতি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন ইউনুস আলী, যিনি নিজেও বনের জমিতে ছয়টি ঘর নির্মাণ করেছেন। বন বিভাগের কর্মীদের প্রতিরোধে স্থানীয়দের নিয়ে মহাসড়ক অবরোধ ও সভা-সমাবেশ করেন তিনি।
এ বিষয়ে বন বিভাগের এক কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
এদিকে, বন বিভাগের জমি রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা বন বিভাগের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।