নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরে প্রস্তাবিত জয়দেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া। তিনি থানার ভবিষ্যৎ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং এই অঞ্চলের পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম এবং জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং থানার চারপাশে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তরা জয়দেবপুর থানায় ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল। ফলে থানার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অস্থায়ী একটি ভবনে থানার কার্যক্রম শুরু হয়। এর আগে থানার নিজস্ব জমি বা ভবন না থাকায় স্থানান্তর সম্ভব হচ্ছিল না, তাই ভাড়া করা জমিতেই চলছিল থানার কার্যক্রম।