চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন গ্রামের এক ক্ষুদ্র ব্যাবসায়ীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপক্তিকর ষ্টাড়ার্স দিয়ে সামাজিক সন্মান ক্ষুন্ন সহ নানানভাবে হয়রানি চেষ্টা করছে মর্মে অভিযোগ উঠেছে। সুমাইয়া পটিয়া গুইন্দা নামে ছদ্মবেশে এ ফেসবুক থেকে বিভিন্ন তারিখ ও সময়ে খোরশেদ আলম সওদাগরের ছবি ফেসবুকে আপক্তিকর কথা উল্লেখ করে সামাজিক সন্মান ও হয়রানি করার বার বার অপচেষ্টা চালাচ্ছে বলে খোরশেদ আলম পটিয়া থানায় অভিযোগ দিয়ে প্রতিকার প্রার্থনা করে। এতে সুমাইয়া পটিয়া গুইন্দা ফেসবুক আইডি থেকে অপ- প্রচার থামছে না। খোরশেদ আলম সওদাগর জানান,১৯৯৪ সালে তার পিতা মুহাম্মদ মুছা মৃত্যুর পর পরিবারের হাল ধরেন খোরশেদ আলম সওদাগর,দীর্ঘদিন পরিশ্রম করে তিনি যাপন করে তিনি বলেন, অনেক সময় অনেক দিন গেছে উপবাস থাকতে হয়েছে। পরিবার পরিজন ভাই বোন মা নিয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করতে হয়েছে। তিনি আরোও জানান,
দীন মজুরী কাজ সহ অনেক পরিশ্রম করে সমাজে প্রতিষ্টিত হওয়ার আপ্রাণ চেষ্টা করেন।
এমনকি নাই খাইন স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় ১৭ বছর সেল সেন্টার ও পানের দোকান করেছি। ২০০২ সালে পুল্টি শিল্প গড়ে তুলেছি। এর পরে ২০১৫ সাল থেকে ইটের ফরোয়াড সহ বালি নিয়ে ব্যাবসা করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার করে একটি বিশেষ মহল আমার পারিবারিক সামাজিক সন্মান ক্ষুন্ন সহ আমার বসতভিটা থেকে উচ্ছেদ করতে এধরণের ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে, আমি এসংক্রান্ত বিষয় বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীকে আহবান জানান। এ বিষয়ে খোরশেদ আলম পুলিশ প্রশাসনকে বিষয়টি সুনজরে এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাান । এছাড়াও খোরশেদ আলম সওদাগরকে একটি বিশেষ মহল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেন।