পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে দেশের মাটিতে ফিরে আসার পরিবেশ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ
দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি শাহা আলম।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য অ্যাড, ইফতেখার মুহসিন। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক হাজী হারুন কারুল, এ কে এম মহিউদ্দীন আজম তালুকদার, মহানগর তরুণ দলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম লিপন, দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি ডা. আয়াতুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস বাচ্চু, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ দিদার, দিল মোহাম্মদ রিপন, মোহাম্মদ মুছা, শওকত আলি সাকিব, মোহাম্মদআবচার, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রবিউল,মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ জুনায়েদ রাসেল,আলমগীর মোহাম্মদ আশ্রাফ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আনোয়ার, আব্দুস সালাম টিপু, মোহাম্মদ আবেদ ফরহাদ মাহমুদ, শাকিল মাহমুদ, মোহাম্মদ এরশাদ, আবদুল নূর মোহাম্মদ সঞ্জিব ও মোহাম্মদ নিশান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারেক রহমান সারাজীবন এই দেশের জন্য এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার রাজনৈতিক দর্শন মানবিক বাংলাদেশ গড়ার দর্শন।