গাজীপুর সদর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় নির্মাণকাজ পরিচালনাকালে ঠিকাদার জাহিদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তি নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য হুমকির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন। জাহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে জয়দেবপুর থানা এলাকায় বিভিন্ন সাইটে চুক্তিভিত্তিক কন্ট্রাক্ট নিয়ে নির্মাণকাজ পরিচালনা করে আসছেন। সম্প্রতি তিনি পাবনার রবিউল বিশ্বাস নামের এক ব্যক্তির পাঁচতলা ভবনের নির্মাণকাজের কন্ট্রাক্ট নিয়ে কাজ শুরু করেন।
তবে, ওই এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম (৪১) ও তার সহযোগীরা অর্থনৈতিক স্বার্থের জন্য তাকে হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম। তার অভিযোগ, নির্মাণকাজ চলাকালে গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজুল ইসলাম ও আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি সাইটে এসে তাকে ও তার শ্রমিকদের গালিগালাজ করেন এবং কাজ বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।
জাহিদুল ইসলাম প্রতিবাদ করলে সিরাজুল ইসলাম তাকে হুমকি দেন যে, যদি তিনি কাজ বন্ধ না করেন, তবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন এবং তার জান-মালের ক্ষতি সাধন করবেন। এই বিষয়ে জাহিদুল ইসলাম জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় প্রশাসনের প্রতি নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম জানান, আমি জাহিদুল ইসলামকে চিনি না। আমার ব্যবসায়িক দোকানের সামনে একটি ভবনের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনকি এঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা হওয়ার সম্ভাবনাও ছিল। তাই এমন পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষকে সমাধান করে কাজ করার পরামর্শ দেই। যাতে কোন মারামারি বা বিশৃঙ্খলা না হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।