কামরুল হাসান সায়মন,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ‘সিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংঘঠনর উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনার সভার মধ্যো দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বহস্পতিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের বাড়ির সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। পরে র্যালিটি উপজেলা পরিষদের সামনের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলাচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক মোহ জালাল উদ্দিন ফকির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখন উপজলা বিএনপির সাবক আহবায়ক ও কেদ্রীয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব গাজী মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হামিম খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির ,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মদ খান,মহিলা দলের সভাপতি মীরা খান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদারসহ বিভিন পর্যায়ের নেতৃবৃন্দ।