তপন দাস, নীলফামারী:
নীলফামারীতে নদী থেকে খালেদ বিন লিশাত ইসলাম ( ২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ ।
মঙ্গলবার সকালে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে মৃত দেহ টি করা হয় । এবং এঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত লিশাত ইসলাম মুশা পাকার মাথা সফি মিয়া পাড়া এলাকার মবেদুল হকের ছেলে এবং কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে একটি গ্রামের দিকে যাচ্ছিলেন এসময় তারা লিশাতের মরদেহ নদীতে ভাসতে দেখে চিৎকার শুরু করে । এসময় স্হানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে ধারনা করা হচ্ছে তার মরদেহ টি নদীতে তিন থেকে চার দিন ছিলো এই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজন কে আটক করা হয়েছে এবং এবিষয়ে আইনী কার্যক্মম প্রক্রিয়াধীন।