নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামজা গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোহাম্মদ আবুল কাশেম,গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আখতারুল আলম মাষ্টার,গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম শরীফ সহ অন্যান্য নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবুল কাশেম বলেন জিয়া পরিবারকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো স্বৈরাচারী শেখ হাসিনা। সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করতে চেয়েছিল। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত করেছিলো । আজ জনগণ স্বৈরাচারী বাকশালীদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে, এবং ভবিষ্যতেও দিতে প্রস্তুত রয়েছে। জনগণের ভোটের অধিকার হরণ করেছে ইনশাআল্লাহ সেই জনগণ ভোটের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দাঁতভাঙ্গা জবাব দিবেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানসহ পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।