তপন দাস, নীলফামারী:
মোছা. রুকাইয়া রহমান আনহা। বয়স ১৩বছর। নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে।
এই সময়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা থাকলেও এখন সে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়।
শিশু আনহার চিকিৎসা চলাকালে কয়েক মাস আগে ধরা পড়ে লিম্ফোমা ক্যান্সার। এটি একটি বিরল রোগ যা লাখে একজনের হয়ে থাকে।
চিকিৎসক তার ক্যান্সার প্রতিরোধে ছয়টি কেমো থেরাপী দেওয়ার নির্দেশনা দিয়েছে ইতোমধ্যে দুটি কেমো দেয়া হয়েছে তাকে। এছাড়া বোনমেরু ট্রান্সপ্লেট করতে হবে তার। এজন্য ২৫লাখ টাকা প্রয়োজন শিশু আনহার চিকিৎসার জন্য। বিভিন্ন সহযোগীতায় ১৭লাখ টাকা সংগ্রহ হলেও এখনো প্রয়োজন ৮লাখ টাকার। কেমো শেষ হওয়ার পর পরই তার অপারেশন করতে হবে।
আনহার বড় বোন আরনাজ রিফাত আরনি জানান, আনহা দিল্লির হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ক্যান্সারটি বোনমেরু থেকে ছড়িয়েছে। সেজন্য বোনমেরু ট্রান্সপ্লেট করতে হবে। অপারেশন করা না হলে ভবিষ্যতে ক্যান্সার আবারো ছড়াতে পারে।
আমার সকলের প্রতি অনুরোধ আমার বোনকে বাঁচাতে এগিয়ে আসুন। যে যেভাবে পারেন আর্থিক ভাবে সহযোগীতা করুন।
উল্লেখিত নাম্বারে টাকা পাঠাতে পারেন
বিকাশ পারসোনাল বিকাশ-০১৩২৮৭১২০৯৮(ব্যক্তিগত)
নগদ-০১৭৫২২৪৭৩০৫(ব্যক্তিগত)
রকেট-০১৭১০৩৬৭৪২৯(ব্যক্তিগত)
সঞ্চয়ী হিসাব নম্বর ৫৩০৯০০১০৩০৮২০
সোনালী ব্যাংক পিএলসি, নীলফামারী শাখা।