নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বন বিভাগের জবরদখলকৃত ৫.৬২ একর জমিতে ঘড় বাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ) উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে জবরদখলকৃত ছোট বড় ১২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যাহার বর্তমান বাজার মুল্য আনুমানিক ৬০ কোটি টাকা।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ ই আগস্ট আমাদের সরকার পতনের পর জবরদখলের সংখ্যা বৃদ্ধি পায়।তাদেরকে একাধিক বার বাধা প্রদান করা হলেও, বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যায়। বন বিভাগের জমি অবৈধভাবে দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ বাহিনীর উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বন বিভাগের ৫.৬২ একর জমি উদ্ধার করা হয়। যেখানে ছোট বড় সর্বমোট ১২০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়ে।
এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, শ্রীপুর থানা পুলিশ, বন বিভাগ, ওয়ার্ল্ড লাইফ সেন্টার সহ বিভিন্ন বিভাগের ৩ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন
উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, সেনাবাহিনীর ৪৬ ডিভ লকেটিং আর্টিলারী ক্যাপ্টেন অর্ণব,শ্রীপুর থানা ইনস্পেকটর অপারেশন নয়ন কর প্রমুখ।