মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
আজ (বুধবার) দুপুর ২ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে,বাংলাদেশ,জাতীয়তাবাদী,আইনজী,ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখা।
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও কোটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জজ আদালত চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি, সৈয়দ আলম,
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন,
জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক, এনতাজুল হক।
বিক্ষোভ মিছিলে স্লোগান তুলে ধরেন অ্যাডভোকেট নুরুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট একরামুল হক প্রমুখ।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে শেষে, মিছিলটি ঠাকুরগাঁও জেলা জজকোর্ট আইনজীবী সমিতির বারলাইব্রেরীতে গিয়ে শেষ হয়।