শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌর-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলার মহদিপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক হায়াতউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিঞা, পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান, সদস্য সচিব লিটিল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন অপু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক টুটুল কমিশনার, জেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম শারেফসহ অন্যরা। এছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাতে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।