সাফিলউ ইসলাম রকি :
নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে স্নেহনীড় ফ্যান ক্লাব এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ নভেম্বর উপজেলার ৮নংহাটকালুপাড়া ইউনিয়নে চক শিমলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলা অনুষ্ঠিত হয়।
বান্দাইখাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দীন, এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম নাসির উদ্দিন। মোঃ জুয়েল রানা (টুয়েল) এর ব্যবস্থাপনায় স,ম সাজ্জাদ হোসেন তোতার সার্বিক তত্ত্বাবধানে ঘোষপাড়া ফুটবল একাদশ আত্রাই নওগাঁ বনাম কাসুন্দা ফুটবল একাদশ আত্রাই নওগাঁ। ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।
কাসুন্দা ফুটবল একাদশ আত্রাই কে ১/৪ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন ঘোষপাড়া ফুটবল একাদশ আত্রাই। ফলাফল কাসুন্দা ফুটবল একাদশ আত্রাই ১/৩ এবং ঘোষপাড়া ফুটবল একাদশ আত্রাই ১/৪
খেলা শেষ রানার্সআপ ও বিজয় দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন মাঠ আছে যেখানে ফুটবল গড়াবে সেখানে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করতে চাই। এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আত্রাই উপজেলা কে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক স্মার্ট ও ক্লিন উপজেলা হিসেবে করতে চাই।