গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুরে রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের ৪৯ নং কাপিলাতলি মৌজার কাপিলাতলি গ্রামে বন বিভাগের জমিতে উচ্ছেদ অভিযান চলাকালীন হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর মডেল থানায় রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা ফেরদৌস বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ্য করে এবং ৩০/৪০ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখিত আসামীরা হলেন,১/কাপিলাতলি গ্রামের মৃত চামিয়ার ছেলে সিরাজুল ইসলাম(৪৭),২/ সিরাজুল ইসলামের ছেলে মাসুদ,৩/আঃ গনির ছেলে নুরুন্নবী,৪/আকবর এর ছেলে সোহেল, ৫/মোহাম্মদ আলীর ছেলে জুয়েল,৬/মিটালু গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাহবুবুল আলম, ৭/জয়দেবপুর থানাধীন নলজানি গ্রামের মৃত খালেকের ছেলে আতাবুর,৮/কাপিলাতলি গ্রামের আঃ কুদ্দুস এর ছেলে আল আমিন,৯/আমজাদ হোসেন মোল্লার ছেলে আছাদ উল্লাহ,১০/সিরাজুল ইসলামের স্ত্রী মরজিনা,১১/ছিদ্দিকুর রহমানের স্ত্রী ছালেহা,১২;সিরাজুল ইসলামের মেয়ে শারমিন,১৩/ মাসুদের স্ত্রী শান্তা,১৪/ছিদ্দিকুরের ভাই আমানের ছেলে সালাহউদ্দিন,১৫/ছিদ্দিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম,১৬/মৃত শাহাবুদ্দিনের ছেলে আতাউর রহমান,১৭/জয়দেবপুর থানাধীন পাটপচা গ্রামের সোনাই পাঠানের ছেলে নজরুল, ১৮/নলজানী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাদল,১৯/কাপিলাতলি গ্রামের রিয়াজ এর ছেলে শাওন,২০/জয়দেবপুর থানাধীন পাটপচা গ্রামের ছানি মিয়ার ছেলে আঃ হাকিম,২১/কাপিলাতলি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিজান, ২২/আবুল,২৩/আকাব্বরের ছেলে সুমন,২৪/মৃত চান মিয়ার ছেলে আহাদ,২৫/আল আমিনের স্ত্রী হনুফা।
অভিযোগ সুত্র জানা যায়, বিগত সরকার পতনের পরে রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিটের আওতাধীন ৪৯নং কাপিলাতলী মৌজার সিএস দাগ নং ৭ আর এস দাগ নং ১৩ বনভূমির ২০২১-২২ সনে সৃজিত ৫.০ হেক্টর মিশ্র বাগানের ৩২০ (তিনশত বিশ)টি বিভিন্ন প্রজাতির গাছ কাটিয়া জবরদখল করিয়া স্থাপনা তৈরী করায়।২৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর সহকারী বন সংক্ষক এর উপস্থিতিতে সেনাবাহিনীর, র্যাব পুলিশ বাহিনী সহ বন বিভাগের স্টাফগনের সহযোগিতায় উক্ত নির্মাণাধীন স্থাপনা মুক্ত করিতে যায়। কিন্তু ঐ দিন আনুমানিক বেলা ৩:৩০ ঘটিকায় কাপিলাতলীর রেলগেইট সংলগ্ন পশ্চিম পাশে সিরাজুল ইসলাম ও তাহার ছেলে মাসুদ এর নেতৃত্বে ৪০/৫০ জন দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উপর আক্রমন কিরে। তারা এলোপাথারি কিল ঘুসি লাঠি দিয়া আঘাত করিয়া এসকেভেটর এর ড্রাইভার রাসেল মোকামী তার সহযোগী হাকিম মোল্লা,পরিচ্ছন্নতা কর্মী আরাফাত হোসেন আরফান,বাগান মালী মোঃ লিটন, মেহেদী হাসন আসিক গুরুত্বর ভাবে আহত হয়। তারা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীর কাঁচ এবং সহকারী কমিশনার (ভূমি) শ্রীপুর এর গাড়ী ভাংচুর করিমা আনুমানিক ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করিয়া শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।