![](https://www.dainiknotunkhobor.com/wp-content/uploads/2024/12/Screenshot_20241206_182710_Gallery-700x390.jpg)
![](https://www.dainiknotunkhobor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর সেনানিবাস নয়নপুর ঈদগাহ মাঠে এক সূধী সমাবেশ ও ইসলাম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ( ৬ ডিসেম্বর) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়ন ৯নং ওয়াড জামায়াতে ইসলামী এ আয়োজন করে। ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন পেশাজীবি শাখার সেক্রেটারি হারুনুর রশিদ ও আমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইউনিয়ন সেক্রেটারী আঃ আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর শিক্ষাবিদ ডঃ মোঃ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান,জেলার তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোহাম্মদুল্যাহ,শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আঃ বারী,সদর উপজেলা পেশাজীবি বিভাগের সহ-সভাপতি মহসিন আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান, রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা সংগঠনিক থানা ছাত্র শিবিরের সভাপতি সৌরভ হোসেন প্রমুখ।
সাংস্কৃতিক সন্ধ্যায় সংগতি পরিবেশন করেন ইসলামি সংগীত শিল্পি শাহাবুদ্দিন সিহাব,আব্দুল্লাহ আল নোমান।স্পন্দন ও দিগন্ত শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ।