স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর বাজারের অগ্নিকান্ডে পুড়ল লেপ-তোশকের কারখানা, জুট গুদাম ও সহ ৬ দোকান।
৭ ডিসেম্বর শনিবার সন্ধায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে গুদাম ও কারখানা’র বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়া’র সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয় এক বাসিন্দা বলেন ৬:টার কিছু সময় পর পরই গুদাম ও লেপ-তোশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে আগুন ছড়িয়ে তীব্রতা বাড়তে থাকে। ফায়ার সার্ভিস কে ফোন দেয়া হয়। এসময় আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। কোথায় থেকে কীভাবে আগুন লাগল কিছুই বলতে পারব না।
ভুক্তভোগী লেপ-তোশক কারখানা’র মালিক সোহরাব হোসেন বলেন, আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি।
এসময় শ্রীপুর ফায়া’র সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ( ভারঃ) মোঃ হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়া’র সার্ভিসের গাফিলতি নেই। আমরা এসে আগুনের শিখা দেখতে পাই। আমাদের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ বলা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা বলা যাবে।