শেখ ফজলে রাব্বি , জামালপুর প্রতিনিধি:
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তারিকুল ইসলাম রনির অপসারণের দাবিতে হাসপাতালের দেওয়াল জোড়ে পোস্ট লাগানো হয়েছে। পোস্টার গুলো হাসপাতাল কতৃপক্ষের নজরে আসলে তা ছিড়ে ফেলা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দেয়ালে দেয়ালে সহকারী পরিচালক ও ডাক্তারের আপসারনের পোস্টার দেখে শহর জুড়ে আলোচনার ঝড় ওঠে।
দেওয়ালের পোস্টার গুলোতে হাসপাতালের দরপত্রের বিভিন্ন দূর্নীতির জন্য তাদের দ্রুত অপসারন চাই বলে উল্লেখ রয়েছে।
দেওয়ালে পোস্টার এর বিষয়ে আবাশিক মেডিকেল অফিসার ডাক্তার তারিকুল ইসলাম রনির সাথে কথা হলে তিনি জানান, এটা যেহেতু প্রশাসনিক ব্যাপার আমাদের ব্যক্তিগত কোন বক্তব্য নেই। তবে এই বিষয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি। অপসারণের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, বাংলাদেশে তো যে কেউ যে কোন কিছু দাবি করতেই পারে ?
এই বিষয়ে সরকারি হাসপাতালে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহীত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) আনিসুর আশেকীন জাগো নিউজকে বলেন, হাসপাতালের বিষয়ে এখন পর্যন্ত আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মোবাইল ফোনে বিষয়টি শোনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।