নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরে যুব সমাজের উদ্যোগে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে “শহীদ জিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট -২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ঐতিহ্যবাহী ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভবানীপুর ফুটবল একাদশ বনাম নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ফুটবল খেলায় বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম এর উদ্বোধনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত খেলায় বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
ফাইনাল ফুটবল খেলায় ভাবানীপুর একাদশ কে দুই শুণ্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব।খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং পরাজিত দলকে একটি এলইডি পুরস্কার দেয়া হয়।সেই সাথে সকল খেলোয়ারদের গলায় প্রধান অতিথি মেডেল পরিয়ে দেন।