তপন দাস, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের ফরেস্টের বাগানে গাছের ডালে ভরসা মনি (২২) নামের এক নারী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকাল
৮ টার সময় আশিকুল নামের এক কৃষক ভূট্রা ক্ষেতে যাওয়ার সময় ঝুলন্ত অবস্থায় ভরসা মনির লাশ দেখতে পায়।এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরে বেলা ১১:৩০টার দিকে ডোমার থানা পুলিশ লাশ নামিয়ে মর্গে প্রেরণ করে।
ভরসা মনি নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। আত্মহত্যাকালে সে ( ০৩)বছরের এক মেয়ে এবং (০২)বছরের এক ছেলে পৃথিবীতে রেখে গেছেন।
জানা যায় , ভরসা মনির ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের হুসেন আলীর ছেলে সাদ্দাম হোসেনের স্ত্রী । স্বামীর সাথে বনিবনা না থাকার পরেও গত (০২) মাস ধরে বাবার বাড়িতে আছে। তার স্বামী নিজ বাড়িতে যাওয়ার কথা বলে। না গিয়ে রাত ১০টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়।পরদিন বাড়ির পাশে ফরেস্টের বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি , জানান , জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।