অবৈধ ভাবে লাখ লাখ টাকার গাছ কর্তন ও জমি বিক্রয়ের অভিযোগ
মোঃনাঈম গাজীপুর থেকে
গাজীপুর সদর উপজেলার বারইপাড়া মৌজার খাস খতিয়ানের গাছ কর্তন ও বন ভূমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০০ টাকার তিনটি স্ট্যাম্পের মাধ্যমে খাস বিক্রি করে সেই জমি অন্যত্র বিক্রি বা হস্তান্তর করা হচ্ছে অবৈধভাবে।
খাস জমি লিজে নিয়ে বিক্রি ও গাছ কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একটি চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে বনের জমি ও শাল গাছ কেনাবেচার করে চলেছে।
এমনই দেখাযায়, গাজীপুর সদরের বারইপাড়া মৌজায় খাস জমির ৫৩৩০ আর এস দাগের শাল প্লটটি বারেক নামের এক ব্যক্তিকে লিজে দিয়েছে ঢাকা বন বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে লিজের সকল শর্ত ভঙ্গ করে এসব খাস জমি কেনাবেচাকে ও শাল গাছ কর্তন করে সে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, বারইপাড়া মৌজার খাস জমি কেনাবেচার মুলহোতা হচ্ছেন, রাজেন্দ্রপুর রেলগেইটের মৃত হামিদ আলীর পুত্র মো. বারেক মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম। শাল বন লিজে নিয়ে ছোট ছোট প্লটে কখনো ১০০ টাকার তিনটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করে, কখনো আবার মৌখিক ভাবে পজিশন হস্তান্তর করে চলেছেন ওই দম্পতি।
গোপনীয়তার শর্তে জনৈক এক ব্যক্তি জানায়, কসাই মতির নিকট একটি প্লট বিক্রি করে ১ লক্ষ টাকায়, রাণীর মায়ের ছেলে বাঙ্গারী বাবু’র কাছে বিক্রি করে ৭০,০০০ হাজার টাকায়। তবে মতি কসাই জানায় আমি কোন বাড়ি করিনি ভবিষ্যতে করবো। বাবু অভিযোগটি অস্বীকার করে বলেন, ঘর করে বসবাস করছি কোন টাকা দেইনি।
গত ২২ ডিসেম্বর সকাল দশটায় গিয়ে দেখাযায় সরকারি লিজের সাবেক নোয়াগাঁও মৌজার ২৫৭৬ দাগের বন ভূমি থেকে বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আমরাইদ এলাকার আক্তার ও বানুর মায়ের নাতী আল-আমিন নামের দুই ব্যক্তিকে দিয়ে রাতের আধারে ৩টি শীলকড়াই, একটি সায়তান গাছ কর্তন করেছে। যার আনুমানিক বেড় তিন ফিট, দৈর্ঘ্য ১৮ ফিট এবং যার আনুমানিক মূল্য ২৫ হাজার সাতশত টাকা মাত্র। তার বরাদ্দকৃত প্লট থেকে গাছ কর্তন সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বারেককে একাধিক বার ফোন করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।”
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়,”এ প্লটটি বারেক মিয়া’র নামে বরাদ্দ হয়েছে, কম করে হলেও ৫০০ শাল গাছ তার নেতৃত্বে কাটা হয়েছে যার স্বাক্ষী স্বরূপ শাল গাছের গুড়ি বর্তমান রয়েছে।” এছাড়াও, রাজেপুর রেলগেইট উত্তর পাড়া জামেমসজিদ সংলগ্ন ২২ ফিট উচ্চতার শীলকড়াই গাছ কেটে লুকিয়ে ফেলা হয়েছে।
এবিষয়ে বারইপাড়া বিট কর্মকর্তা নাছির উদ্দীন জানান, “ঘটনাস্থল থেকে ২টি শীলকড়াই, ১টি সায়তান গাছ উদ্ধার করেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”