মতিন গাজী (স্টাফ রিপোর্টার)
অভয়নগর উপজেলার মহাকাল কলেজিয়েট স্কুল এবং মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (৩০ ডিসেম্বর ২০২৪) সোমবার নিজ নিজ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত এক থেকে ৫ রোলে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং মহাকাল স্কুল এন্ড কলেজে এক থেকে তিন রোল পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রাথমিক শাখায় সর্বোচ্চ নাম্বার এবং সর্বোচ্চ উপস্থিতিতে যারা এগিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, মহাকাল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ফয়সাল রশিদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গুলাম কুদ্দুস প্রাথমিক শাখার ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ,সাংবাদিক মতিন গাজী, অভিভাবক সদস্য পলাশ খান, ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার সাইফুল ইসলাম, ডাক্তার আব্দুল মতিন সহ উভয় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা অভিভাবক এবং সুধীবৃন্দ।