নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ইংরেজি নববর্ষ উপলক্ষে শ্যামপুর ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তালেব । আজ মঙ্গলবার এক বার্তায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তালেব বলেছেন, “আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি’ (আলে ইমরান ১৪০)। সময়ের আবর্তনে ধনী গরিব হয়, গরিব ধনী হয়। ২০২৪ সালে মহান আল্লাহর এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি।
”
তিনি বলেন, ‘যে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার বিগত ১৫ বছরের সকল আন্দোলনকে প্রতিহত করে জুলুমশাহী অক্ষত রেখেছিল, সে ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
তিনি আরো বলেন, ‘২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জ্বল আলোকবর্তিকা হলেও বিশ্বের প্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে। Happy New Year 2025। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে, সবাই মিলেমিশে থাকবো সুখে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায়, সকলকে উদ্দেশ্যেকরে তিনি বলেন, আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে, একসাথে নতুন বছরকে বরণ করি।তবুও ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৫ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ। আসুন আমরা যেখানেই থাকি দেশের সরকারের আইন মেনে চলি, মহান আল্লাহর দেয়া বিধান মতো জিবন পরিচালনা করার চেষ্টা করি। আবারো সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।