সাফিউল ইসলাম রকি:
নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার ৬ জানুয়ারি বিকাল পাঁচটার সময় উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি এই ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস ,এম গোলাম আজম এ সময় প্রবাস ও দেশে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মোঃ আল-আমিন সাদ্দাম সভাপতি , মোঃ মতিউর রহমান সাধারণ সম্পাদক , মোঃ রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল হক সহকারী শিক্ষক উপদেষ্টা শিক্ষা ও সমাজ কল্যান। মোঃ সোহরাব হোসেন টুটুল সহ-সভাপতি সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হলো:
প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান করা হয়েছে
শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চলাচল সহজ করার লক্ষ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এটি তাদের দৈনন্দিন জীবনে স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি তাদের পরিবারকেও সহায়তা করবে।
দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়েছে
সুপেয় পানির অভাব দূর করতে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বাবলম্বী করনের জন্য ছাগল প্রদান করা হয়েছে
দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল প্রদান করা হয়েছে। এটি একটি টেকসই উদ্যোগ, যা দীর্ঘমেয়াদে তাদের আয়ের উৎস তৈরি করবে।
মাথা গোঁজার জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে
গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে ঘর নির্মাণ করা হয়েছে। এটি তাদের জীবনে স্থায়িত্ব এবং সুরক্ষা এনে দেবে।
চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে
অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।
যারা এই সহযোগিতা পেয়েছেন তারা হলেন মোঃ টকুর ছাগল =৫১০০ টাকা মোছাঃ .ময়না বিবি কয়লাবাড়ী =৩৫০০ টাকা মোঃকহির দাসপাড়া ছাগল =৩৫০০ টাকা নহনাকালুপাড়া মসজিদ ১০ বস্তা সিমেন্ট=৬১০০ শ্রীমতি মমতা রানী বিষ্ণুপুর টিউবওয়েল =৪৫০০ রবিজান হুইল চেয়ার = ৭৫০০ সাত্তার শাহ্ বাড়ি =৯৫৪০ মোছাঃ হালিমা খাতুন অসুস্থ ব্যক্তি কশব = ৩০০০ ললামারা কালিকাপুর অর্থসহ কুরআন = ৮০০ সহ সব মিলিয়ে ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে । এই নিয়ে টানা তিনবার তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বিগত দিনগুলোতে প্রবাসীদের লক্ষ লক্ষ টাকা গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করেন এই ফাউন্ডেশন ।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিলো যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে একদিনের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকবিরোধী বার্তা প্রচার করা হয়েছে।
এই সমস্ত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে এবং স্থানীয় মানুষদের মাঝে ফাউন্ডেশনটির প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন বাড়িয়েছে। ফাউন্ডেশনটি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।