

নজরুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরে মানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (১৪ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে অবস্থিত ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে ৩০০ টি কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ৬৩ ব্যাটালিয়ন এর উপ অধিনায়ক মেজর শরিফুল ইসলাম ভূঁইয়া,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মুয়াজ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী,ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল।
এছাড়াও এময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতে এধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।