

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
আগামী ২৬ জানুয়ারি খাজা মঈনুদ্দিন চিশতি (রা:)বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় খাজা মইনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহির কমিটির সকল সদস্যদের মাঝে চিশতিয়া তরিকতের পাঞ্জাবি এবং দুপাট্টা বিতরণ। গত ১৪ জানুয়ারি ও ১৫ জানুয়ারি আদালত রোড় আমি ফার্মেসি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। মুলত আগামী ২৬ জানুয়ারি গাজী কমিউনিটি সেন্টার খাজা গরীবে নেওয়াজ ওরশ উপলক্ষে এ কার্যক্রম চলে।
ওরশে ২০ হাজার মানুষের খাবার আয়োজন ছাড়াও মিলাদ মাহফিল,খাজা গান পরিবেশন করা হবে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম এ আবছার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম,আদালত রোড় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির সি: সহ- সভাপতি আবদুল জব্বার সও: সহ- সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, কাজী বেলাল, আবদুল মতিন, জানে আলম সও:, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম কোম্পানি, নুরুল ইসলাম, মো. মামুন, আবদুল মন্নান, হাজী হাজী আবদুস সালাম, গাজী মনির, ইদ্রিস সও:, আবদুল মোতালেব, মুহাম্মদ বেলাল প্রমুখ। স্থানীয়রা জানান, গত ৫ বছর যাবত খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটি সর্ব বৃহৎ খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন করেন। এতে আনুমানিক ২০/২৫ হাজার ভক্ত বৃন্দ তবররক গ্রহণ করেন।এতে পটিয়ার মানুষ আনন্দিত