

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এবং আলোচনা সভা আয়োজন করা হয়।
এই উদ্যোগে কয়একশত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কানাডা প্রবাসী এবং শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। তিনি নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রসাদপুর ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল শীতার্তদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা তার প্রতিষ্ঠিত আদর্শ ও উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এমন উদ্যোগে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই মহতী আয়োজনটি এলাকার সামাজিক ঐক্য এবং সহমর্মিতার উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিগণিত হয়েছে।
সাদিকুল ইসলাম সোহাগ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমি বিশ্বাস করি, এই ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “দেশ ও প্রবাস থেকে যতটুকু সম্ভব, মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেছি। আমি ধন্যবাদ জানাই প্রসাদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের, যারা এই আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন।
তিনি বলেন আরো বলেন “বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। তারেক রহমান আমাদের দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। আমি তাদের দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।”
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য মান্দা বাসীর কাছে দোয়া চান তিনি ।