

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা।
বুধবার (২২ জানুয়ারি) ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়াপাড়া এলাকার দুলালেরচালা নামক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫ আগস্ট পরবর্তী সময়ে ১৮ নং আড়াইশ প্রসাদ মৌজার সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা সাতটি টিনশেড বাড়ি ঘর উচ্ছেদ করা হয়।
বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশনায় অভিযান চালানো হয়েছে।ভাওয়াল রেঞ্জ ও জাতীয় উদ্যান রেঞ্জ সম্মিলিতভাবে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালা করা হয়।আমরা বিভিন্ন সময় বাধা দেওয়া পরেও তারা ঘড়গুলো নির্মাণ করে। অভিযানে প্রায় ১৪ শতাংশ সংরক্ষিত বন ভুমি উচ্ছেদ করা হয়।উদ্ধার হওয়া জমি পরিষ্কার করে পর্যায় ক্রমে বনের বৃক্ষ রোপন করা হবে।যাতে করে পূনরায় কেউ উদ্ধার হওয়া জমিতে দখল করে কোন কিছু নির্মাণ না করতে পারে।তবে আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার সময়ে ওমর ফারুক নাভে একজন সাংবাদিক আমাদেরকে বাধা প্রদান করে।তার পরেও গড়ে উঠা ঘড় বাড়ি আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।যে সকল বনভূমীর জমি এখনো দখল রয়েছে সেগুলো যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম সহ সকল বিটের বিট কর্মকর্তা ও কর্মচারীরা।