

আনোয়ার হোসেন, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর ৪নং ওয়ার্ড বৈরাগী চালা এলাকা থেকে তিন শিশু স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করেন এক নারী অপহরণকারী। ২২ জানুয়ারি বুধবার বিকেলে বৈরাগী চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই জন ও দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক জন, শিক্ষার্থীকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ও মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, অপহরণের চেষ্টা করেন এক নারী।
আশেপাশের লোকজন দেখে ফেলায় তিন শিশু শিক্ষার্থীকে ফেলে পালিয়ে যায় নারী অপহরণকারী। তারা হলেন লিটন হোসেনের মেয়ে ফাতেমা ইয়াছমিন নুসরাত (৮) রফিকুল ইসলামের মেয়ে মারিয়া (৯) অন্যদিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রুবেল মিয়ার মেয়ে রোমান (১০), তিন শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে মোশারফ হোসেনের বাড়ি আনা হয়। তিন শিশু শিক্ষার্থীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তাদের পিতা মাতার এসে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ভাবে জানা যায়, ৪নং ওয়ার্ড বৈরাগী চালা এলাকা থেকে তিন শিশু শিক্ষার্থীকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণের চেষ্টা করেন এক নারী অপহরণকারী। তাদের সাথে থাকা তিনজনের কানের দুল ছিনিয়ে নিয়েছে নারী অপহরণকারী। জানা যায় এক শিশু শিক্ষার্থীর বাড়ি দক্ষিণ ভাংনাহাটি অন্য দুই জন শিক্ষার্থীর পিতা মাতা বৈরাগী চালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন।