

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে নিখোঁজ শুভ চন্দ্র শীলের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ তুরাগ নদীতে তল্লাশি চালিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মির্জাপুর এলাকায় তুরাগ নদীতে চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দির ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শুভ চন্দ্র শীলকে হত্যার পর বস্তাবন্দি করে মির্জাপুর ব্রিজ থেকে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ আজ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালায়। তবে নদীর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে চার ঘণ্টার অভিযানেও কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শুভ চন্দ্র শীল (২২) গত ২ অক্টোবর নিখোঁজ হন। তিনি স্থানীয় মির্জাপুর বাজারে প্রশান্ত শীলের মালিকানাধীন একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিখোঁজ শুভ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সুবল চন্দ্র শীলের ছেলে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রাণী সিনহা জানান, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী শুভ চন্দ্র শীলকে হত্যা করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সকাল থেকে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মির্জাপুর তুরাগ নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে চার ঘণ্টার অভিযানেও মরদেহের সন্ধান মেলেনি। তিনি আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।