

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠিনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পর্ষদের সভাপতি ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুল আলম মাস্টার,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ শফিকুল ইসলাম, প্রধান আলোচক শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদার জাহান সপ্না।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সরদার আক্তার হোসেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হুদা শাহীন, রাজাবাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন পলান, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আলী শেখ ও সিনিয়র শিক্ষক রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মোঃ শহীদুল্লাহ।
এসময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা সহ ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।