

মান্দা নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি, সাবেক এমপি শামসুল আলম প্রামাণিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার বিকেলে ফতেপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম। সঞ্চালনায় সাধারণ সম্পাদক একরামুল হক সিজার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান শালেক। এছাড়া, জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশকে নতুন পর্যায়ে নিয়ে যেতে হবে। তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানান, যেন আর কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসতে না পারে।