

সেলিম চৌধুরী,পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র রমজান মাস উপলক্ষে মাস ব্যাপি রোজাদার মধ্যে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২৩ মার্চ রবিবার বিকালে পটিয়া রেলওয়ে ষ্টেশন এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, জসিম উদ্দিন সওদাগর,
পটিয়া পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, মুনসুর আমিরী, আজাদ খান,এস এম সুমন, তারেক রহমান তারেক সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে সাধারণ মানুষ মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। তিনি অন্তবর্তিকালীন সরকারকে ডিসেম্বরে মধ্যে নির্বাচন দিয়ে দেশ জাতি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহবান জানান।