
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে অটোরিকশা স্ট্যান্ডে নিয়ন্ত্রন নেওয়ার জন্য কর্মরত লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে কাশেমের বিরুদ্ধে।
এই বিষয়ে মনিপুর বাজার অটোস্ট্যান্ড লাইনম্যান আনিছ বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনিছ জয়দেবপুর থানাধীন মনিপুর বাজারে অটোরিকশা স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে ডিউটি করতেন।কিন্তু মনিপুর নামাপাড়ার বাসিন্দা কাদের হাজীর ছেলে অভিযুক্ত কাশেম শিকদার (উরফে ময়লা কাশেম) এবং বাকের সিকদার অটোরিক্সা স্ট্যান্ডে নিয়ন্ত্রন নেওয়ার জন্য লাইনম্যান দেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছিল।তারই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে স্ট্যান্ড নিয়ন্ত্রণ নেয়ার জন্য কাশেম শিকদির তাদের লোকজন নিয়ে কর্মরত লাইম্যানদের অটোরিকশা স্ট্যান্ড ছেড়ে চলে যেতে বলে।কিন্তু লাইনম্যানরা এর প্রতিবাদ কললে বিবাদীরা তাদেরকে মারধর শুরু করে।এক পর্যায়ে কাশেম শিকদার বাদিকে গলা চেপে ধরে শাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে এবং অন্য লাইম্যানদেরকে ধাওয়া করলে তারা দৌড়িয়ে পালিয়ে জীবন রক্ষা করে। পরবর্তীকালে ডাক- চীৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া বাদিকে রক্ষা করে।
এমনকি কাশেম প্রকাশ্যে হুমকি প্রদান করে যে,লাইনম্যারা সেচ্ছায় অটোরিক্সা স্ট্যান্ড না ছাড়লে হত্যা করে স্ট্যান্ড নিয়ন্ত্রন নেয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাদি আনিছ জানান, এই এলাকায় বিভিন্ন মিল ফ্যাক্টরি থাকার কারণে মনিপুরের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত এই সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে।যার কারণে প্রায়ই সড়কে যানজটের সৃষ্টি হয়।তাই এই সড়কে চলাচল করা সকল অটোচালকরা মিলে সড়কে যানজট নিয়ন্ত্রণ করার জন্য আমি সহ আরো কয়েক জনকে লাইম্যান হিসেবে দায়িত্ব দেয়। কিন্তু ময়লা কাশেম আমাদের কাছে বিভিন্ন সময় স্ট্যান্ড বাবদ টাকা দাবী করতো।তাদেরকে কোন প্রকার টাকা দিতে অস্বীকার করলে স্ট্যান্ড দখল নেয়ার উদ্দেশ্যে আমাদেরকে মারধর করে।আমি এই ঘটনায় প্রশাসন সহ সকলের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
স্ট্যান্ড দখল এবং মারধরের অভিযোগের বিষয়ে কাশেম শিকদার জানান, তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন।উল্টো রিপন নামে একজন এখান থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করতে।আমরা চাঁদা আদায়ে বাধা দিলে তারা উল্টো আমাদেরকে মারধর করে।এর ভিডিও ও প্রমাণ সকল কিছু আমার কাছে আছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।