
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফারুক হোসাইন (৩৫) এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার বাড়িতে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন মো. রাজু মিয়া (৫২), মো. মোশারফ হোসেন (৪০), মো. ওবাইদুল ইসলাম সুমন (২৩), সাব্বির হোসেন ইমন (২০), জাহিদুল ইসলাম (২৮), সাইফুল ইসলাম (২২), এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জমি দখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী ফারুক হোসাইন জানান, বিগত সরকারের আমলে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৫ আগস্টের পর ছাত্র-জনতা হত্যা, সরকারি কাজে বাধা প্রদান, এবং পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তারা বলে, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এসব মামলার পেছনে আমার হাত রয়েছে। এই অভিযোগে তারা আমার ওপর হামলা চালিয়েছে। অথচ আমি এসব বিষয়ে কিছুই জানি না।”
তিনি আরও জানান, বিভিন্ন সময় অভিযুক্তদের অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা তার প্রতি শত্রুতা পোষণ করে আসছিল। ঘটনার দিন, ৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে সরকারি রাস্তা বাঁশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করে। তিনি বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়ির গেট, গ্যারেজ, ইটের দেয়াল, দরজা-জানালা ও গ্রিলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফারুক হোসাইন আরও বলেন, হামলার সময় আমি ও আমার পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘরের ভেতর আশ্রয় নিই। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দেয় যে, তারা জোরপূর্বক সরকারি রাস্তা দখল করবে এবং আমাদের পরিবারের চলাচলে বাধা দেবে।”
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে অভিযুক্তরা সকল অভিযোগ অস্বীকার করে জানান, “আমরা কোনো সরকারি রাস্তা বন্ধ করিনি, আমাদের জমির পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়েছি। এবং তার বাড়ি-ঘর বা পরিবারের ওপর কোনো হামলা চালাইনি। সে নিজেই তার ঘর এবং গ্যারেজ কুপিয়ে ভেঙেছে। আমাদের ফাঁসানোর জন্য এসব নাটক সাজিয়েছে।”
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।