
রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পূর্বাচল নতুন শহর শুলপিনা ভূইয়া বাড়ি ব্রিজ ৭নং সেক্টর খেলার মাঠে এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়। কামাল মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবু মোহাম্মদ মাসুম, সভাপতি হিসেবে ছিলেন মশিউর রহমান টিপু, সহসভাপতি মোঃ জজ মিয়া,জিনাত আলী। খেলায় অংশগ্রহণ করে শিমুলিয়া স্পোর্টিং ক্লাব এবং শুলপিনা স্পোর্টিং ক্লাব । নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল দিতে সক্ষম হয়নি, ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে শিমুলিয়া ৫ এবং শুলপিনা ৬ গোল দিতে সক্ষম হয়। খেলা শেষে শুলপিনা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।