
রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।
রোববার (১৬ জুন ২০২৫) ত্রিশকাহনিয়া, হান্ডিমার্কেট ও কাঞ্চন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোট ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিস্তারিত নিচে দেওয়া হলো:
ত্রিশকাহনিয়া, রূপগঞ্জ
৩/৪” ডায়া বিশিষ্ট ১টি সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ২০০ মিটার এলাকার প্রায় ৫০টি বাড়িতে ১০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদ করা হয় ১০০ ফুট ৩/৪” ডায়া পাইপ।
বীর প্রতীক গাজী স্কুল সংলগ্ন, হান্ডিমার্কেট
১” ডায়া বিশিষ্ট ১টি সোর্স লাইন বিচ্ছিন্ন করে ১৫০টি বাড়িতে ব্যবহৃত প্রায় ২৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে ৫ ফুট ১” ডায়া পাইপ উচ্ছেদ করা হয়েছে। একই এলাকায় ১০টি বাড়িতে ২৫টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১০ ফুট ১” ডায়া পাইপ উচ্ছেদ করা হয়।
হান্ডিমার্কেট, কাঞ্চন ২টি বাড়িতে ৪টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৪ ফুট ১” ডায়া পাইপ উদ্ধার করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ জননিরাপত্তার জন্য হুমকি। এই ধরনের সংযোগ ব্যবহার আইনত দণ্ডনীয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 

















