
রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজার এলাকায় বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী সৃজন সাহা শান্ত (২৮)-এর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
গত ১৫ জুন বিকেল ৪টার দিকে নানাবাড়িতে বেড়াতে এসে বড় ভাই সৃজন সাহা শান্ত নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ হন। তিনি ছোট ভাইকে ভিডিও ধারণ করতে বলেছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে আর উঠে আসেননি।
আজ (১৭ জুন) সকাল ৬টার দিকে খিলক্ষেত থানা এরিয়া পাতিরা (বালু নদী) পাণ কোম্পানির কাছে তার মরদেহ ভেসে ওঠে।
সৃজন সাহা শান্ত নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনর্চাস উদ্দীপন দত্ত জানায়, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। আজ ভোর ৬ টার দিকে মরদেহ বালু নদীতে পাওয়া গেছে।

Reporter Name 


















