
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম- ট্যাব) বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালাম আজাদ সহ সকল সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সে সময় উপস্থিত ছিলেন এম-ট্যাব এবং বি এম টি এ বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও ডেন্টাল পরিষদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন (ডলার), এম-ট্যাবের দপ্তর সম্পাদক ও ডেন্টাল পরিষদের সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু), ২৫০ শয্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আব্দুর রশিদ প্রমুখ।।

Reporter Name 

















