
এস.এম দুর্জয়:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে এবং উনার সুস্থতা,দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় শ্রীপুর পৌর শ্রমিক দলের আয়োজনে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৫ আগস্ট)সন্ধ্যায় মাওনা চৌরাস্তা পৌর শ্রমিক দল নেতা মজনু ফকিরের নিজস্ব কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকিরের সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের নেতা মজনু ফকিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার,কাজল বেপারী,শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ,ওয়ার্ড বিএনপির সদস্য রফিক,মাওনা চৌরাস্তা স্যান্ড কমিটির সভাপতি কামাল ফকির,শ্রমিক নেতা চান মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

Reporter Name 

















