
নওগাঁর মান্দা প্রতিনিধ :
নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ি মৎস্যজীবী পাড়ায় পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে ওই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ায় এ খাবার বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।
শনিবার খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আরিফুল ইসলাম, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল্ ইমরান।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ নং কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লীয়াকত আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম, মোখলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুকনো খাবার পেয়ে পানিবন্দী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Reporter Name 

















