
মোঃ খোরশেদ আলম ব্যুরো প্রধান :
মোহরের বিবাহ রাজশাহীর প্রথম ও ইশার বিবাহ। একজন স্ত্রী কতটা দামী হয় তা এই বিবাহের দেন-মোহর ও আয়োজনই হচ্ছে এর উৎকৃষ্ট উদাহরণ। ইসলাম একজন স্ত্রীকে যে সর্বোচ্চ সম্মান দিয়েছে তারই প্রতি-ফলন ঘটলো রাজশাহীর এই বিয়েতে।
যার যতটুকু সামর্থ্য তার সর্বোচ্চ দিয়ে তার স্ত্রীর মর্যাদা রক্ষা করা উচিত। কেননা দেন-মোহর একজন স্ত্রীর মর্যাদা নির্ধারণ করে যা নগদে পরিশোধ করে তারপর বিয়ে পরিশোধ করতে হয়। এটা ইসলাম কর্তৃক একজন স্ত্রীর হক যা থেকে কোন নারীকে বঞ্চিত করা যাবে না। স্ত্রীকে ইসলামে একজন স্বামীর দামী অমূল্য রত্ন হিসেবে আখ্যায়িত করতে দেন-মোহর বিয়ের বাধ্যতা-মূলক রীতি করা হয়েছে যাতে করে কোন স্বামী তার স্ত্রীকে সহজ-লভ্য না ভাবে কেনো-না সহজে অর্জিত জিনিসের কদর থাকেনা।

Reporter Name 


















