
সাফিউল ইসলাম বলেন নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় আত্রাই নদীর শাখা ফকিন্নি নদী থেকে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মো. সিদ্দিকুর রহমান (১৪) নদীতে ডুবে যান। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করা হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
লিডার মতিউর রহমানের নেতৃত্বে ডুবুরি জুয়েল রানা, সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র ১৫ মিনিটের মধ্যে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, ডুবুরি দলের তৎপরতায় অল্প সময়ের মধ্যে লাশ উদ্ধার হওয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা জয় বলেন, “ঘটনার পর আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দ্রুত ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করায় স্বল্প সময়ের মধ্যে লাশ উদ্ধার সম্ভব হয়েছে। এতে পরিবার অন্তত মরদেহটা পেয়েছে, যদিও তারা শোকে ভেঙে পড়েছে।”
ডুবুরি দলের লিডার মতিউর রহমান বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের ডুবুরি জুয়েল রানা, সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র ১৫ মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজে স্থানীয়দেরও সহযোগিতা ছিল।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “নদীতে পড়ে গিয়ে সিদ্দিকুর রহমান নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 


















