
গাজীপুর প্রতিনিধ :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার অন্তর্গত ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সাহাবুদ্দিন,কাজী শহিদুল্লাহ,মুজিবুর রহমান,ফজলুল হক মুসল্লী,মিজানুর রহমান খোকন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শরিফ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ,সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া।
এই দিন কর্মী সম্মেলন উপলক্ষ্যে মিছিল নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত হন।
গাজীপুর তিন আসনের কর্ণধার,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমদ আমির এক বিশাল মিছিল সহ সভা স্থলে উপস্থিত হন।
এসময় উপস্থিত ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাকিল আহমেদ,আব্দুল জলিল,আব্দুল মালেক,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম,আশিক,শুভ,মারুফ,খান আরিফ,মফিজুল,শান্ত,ফাহাদ সহ প্রমূখ।

Reporter Name 


















