
সাফিউল ইসলাম রকি নওগাঁ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে নওগাঁর মান্দায় ৪৭০০ ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজার ও প্রসাদপুর ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষ বিতরণ শেষে আব্দুল্লাহেল কাফী বলেন,
“দেশকে সবুজে ভরিয়ে তোলার মাধ্যমে পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উদ্যোগ পরিবেশ ও মানুষের কল্যাণে ছোট অবদান ।

Reporter Name 

















