
আব্দুল মালেক মান্দা,নওগাঁ প্রতিনিধি:
১৩ নং কসব ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ আগস্ট (শনিবার) বিকেল ৪.৩০ মিনিটে চকবালু খাদেমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আমীর মাওলানা মো: আতাউল হক এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো: মেহের আলী এর পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ, মান্দা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন জাতীয় পার্টির হাত ধরে আওয়ামীলীগ বাংলাদেশে রাজনীতিতে স্বক্রীয় হওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো মোস্তফা আল আমিন,উপজেলা সেক্রেটারি মাস্টার মো মোয়াজ্জেম হোসেন, যুব সভাপতি জনাব মো আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য মাওলানা মো আব্দুস সালাম, শিবির সভাপতি রোমান ইসলাম,শিবির নেতা ফাহিম ইসলাম,জামায়াত নেতা আবু তালেব,সাবেক শিবির নেতা সেলিম উদ্দীন, ইউনিয়ন যুব সভাপতি মহসিন আলী প্রমূখ।

Reporter Name 

















