শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয় নবগঠিত কমিটিতে মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মাস্টারসহ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবুল বাশার সরকার, রফিকুল ইসলাম রফিক, আরিফুল ইসলাম সরকার ও এডভোকেট সোহেল সরকার। আহ্বায়ক সদস্য হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তারুল করিম মোড়ল শামীমসহ আরও ২৩ জন। কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপি কর্মীরা ফুল দিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটিকে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। দলীয় নেতাদের মতে, নতুন এই কমিটি স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে গতি আনবে।