
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (২২ সেপ্টেম্বর সোমবার) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল সওদাগরের নেতৃত্বে পটিয়া বাসষ্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি পটিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইট মহাসড়কে এক সমাবেশ দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে, আজাদুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলার সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল সওদাগর,বক্তব্য রাখেন দক্ষিণ জেলার তরুণ দল নেতা মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নজরুল, আবছার, মোহাম্মদ শিবলু, মোহাম্মদ ফেরদৌস, হামিদ, মাসুম, কফিল উদ্দিন, কবির, আবু তালেব, বাবলু, আলী আজম, নাজিম, শফিকুল, জিল্লুর রহমান, সজিব, দিদার, সাইফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার নেতৃত্বে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।

Reporter Name 

















