
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে শুরু হচ্ছে প্রতীক্ষিত “ব্যাক টু দ্য পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”।
টুর্নামেন্টকে ঘিরে বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিক ভাবে ভাওয়াল টাইগার্স ক্লাবের টিম জার্সি উন্মোচন করা হয়। এসময় খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন আয়োজকরা।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক তোফাজ্জল হোসেন শেখ, সমাজ সেবক আলমগীর খান,সাংবাদিক শাহান সাহবুদ্দিন,সাংবাদিক আরিফ খান, লুৎফর খান,গাজী আফজাল হোসেন (মুনসুর),আবদুল হালিম,গাজী মোজাম্মেল,ওসমান গনি, সাংবাদিক নজরুল ইসলাম,কাজল আহমেদ রিয়াজ,সেলিম শেখ সহ অন্যান্যরা
চারটি দল এবারের আসরে অংশ নিচ্ছে—
🔸 বাঘেরবাজার ক্রিকেট একাদশ
🔸 ভবানীপুর প্রিমিয়ার ক্রিকেট টিম
🔸 বানিয়ারচালা ক্রিকেট একাদশ
🔸 নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ পথে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানস্থলে প্রতিধ্বনিত হয় টুর্নামেন্টের স্লোগান— “সবাই আমরা খেলতে চলি, মাদককে না বলি।”

Reporter Name 


















